শিক্ষাসেবা নীতিমালা ও শর্তাবলী

শিক্ষাসেবায় আপনাকে স্বাগতম- আপনার জন্য সেরা শিক্ষক এবং টিউশন খুঁজে দেবার বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম। আমাদের প্লাটফর্মের সেবাকে সর্বোচ্চ বিশ্বস্ত ও সুরক্ষিত রাখতে নিম্নোক্ত বিধি ও শর্তাবলী প্রদান করা হলো। আমাদের পরিষেবাগুলি ব্যবহার করতে, আপনাকে অবশ্যই এই নীতিমালা ও শর্তাবলী মেনে চলতে হবে।

প্রিয় অভিভাবক,

১। শিক্ষাসেবার টিউটররা বেশীরভাগই ছাত্র। দয়া করে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার সাথে আচরণ করুন।

২। টিউশন শুরু করার আগে, দয়া করে আপনার আপনার প্রত্যাশা ও আপনি কতটুকু সুযোগ সুবিধা দিবেন স্পষ্টভাবে আমাদের ও টিউটরকে বলুন। যাতে আমরা সর্বোত্তম সম্ভাব্য পরিষেবা সরবরাহ করতে পারি।

৩। শিক্ষক পড়াতে শুরুর আগে, আমরা নির্ধারিত টিউটর এর ছবি সম্বলিত প্রোফাইল আপনাকে দিব, আপনি যাচাই করে নিবেন।

৪। শিক্ষাসেবায় অভিভাবক এর জন্য কোন প্রকার ফী/ চার্জ দিতে হয় না। তাই কেউ শিক্ষাসেবার নামে টাকা চাইলে দিবেন না।

৫। আপনি যদি ডেমো ক্লাসের মাধ্যমে শিক্ষক নিতে চান , তাহলে শিক্ষককে অবশ্যই ডেমো ক্লাস এর জন্য কিছুটা সম্মানী দিবেন।

 

প্রিয় টিউটর,
১। শিক্ষাসেবায় টিউটর হিসেবে রেজিস্ট্রেশন করার সময় শতভাগ সঠিক তথ্য দিবেন। বিন্দুমাত্র ভুল তথ্য প্রমানিত হলে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ন বাতিল ।
২। টিউশন দেবার পূর্বে আমরা অবশ্যই আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করবো , সে সময় আমাদের আপনার এনআইডি কার্ড, ইউনিভার্সিটি আইডি ও অন্যান্য তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
৩। প্রয়োজনে আমরা ভিডিও ভেরিফিকেশন করে থাকি, অথবা আমাদের ক্যাম্পাস প্রতিনিধিদের দ্বারা ভেরিফাই সম্পন্ন করতে হবে।
৪। পড়ানোর পূর্বে অবশ্যই অভিভাবক কি চায় সেটা ভালোভাবে দেখে নিন।

টিউশন শুরুর পর যে শর্তবলি মেনে চলতে হবেঃ
১। আপনাকে অবশ্যই পড়ানোর ক্ষেত্রে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।
২। টিউটরদের অবশ্যই সময়ানুবর্তী হতে হবে , টিউশন শুরুর সাথে সাথেই পড়ানোর একটি নির্দিষ্ট টাইম ঠিক করে নিবেন। সময়মতো উপস্থিত হবেন।
৩। টিউশন শুরুর আগে যতক্ষন পড়ানোর সময় নির্ধারিত হবে , কখনই এর চেয়ে কম পড়াবেন না।
৪। পড়াতে যাওয়ার আগে অবশ্যই সেই বিষয় সম্পর্কে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন, যাতে শিক্ষার্থীকে ভালোভাবে বুঝাতে পারেন।
৫।আপনি শিক্ষক, আপনার কাছে শিক্ষার্থী শিখবে আপনাকে হতে হবে তার সামনে অনুকরণীয়। পড়ানোর সময় এমন কিছু করবেন না যাতে শিক্ষার্থী ভুল শিক্ষা লাভ করে। যেমনঃ পড়ানোর সময় মোবাইল ব্যবহার করবেন না।
৬। অভিভাবক যদি টিউশন শুরুর সময় বিশেষ কিছু প্রত্যাশা করে, এবং আপনি একমত হন তাহলে সেটা অবশ্যই পালন করবেন।

পেমেন্টঃ
১। শিক্ষাসেবা থেকে পেমেন্ট নির্ধারিত হলে আপনি কখনই আভিভাবক এর সাথে আর পেমেন্ট নিয়ে বার্গেনিং করবেন না।
২। শিক্ষাসেবায় কোন টিউটর রেজিস্ট্রেশন ফী দিতে হয় না। তবে টিউশন শুরুর পর কিছু প্রথম মাসের থেকে কিছু কমিশন দিতে হয়। এটি অবশ্যই অন্যান্য টিউশন মিডিয়া থেকে কম।
৩। শিক্ষাসেবা থেকে টিউশন কনফার্ম করলেই আপনাকে আমাদের কমিশন দিতে হবে। এক্ষেত্রে টিউশন ক্যান্সেল করলে এর দায়ভার আপনার। তাই কোন টিউশন কনফার্ম হবার আগে আপনার যোগ্যতা যাচাই ও আভিভাবক এর চাহিদা মিলিয়ে নিবেন।
৪। আপনার কমিশন আপনি নির্ধারিত তারিখে নিজ দায়িত্বে পরিশোধ করবেন।
৫। শিক্ষাসেবার ওয়েবসাইটে দেওয়া মোবাইল নাম্বার ও ইমেইল থেকে যোগাযোগ না করা হলে অন্যকোথাও লেনদেন করবেন না।

সর্বশেষ আপডেটঃ ২০ ফেব্রুয়ারী ২০২৩
আমরা যে কোনো সময় আমাদের বিধি ও শর্তাবলী সংশোধন করতে পারি এবং আমাদের ওয়েবসাইটে আপডেট সংস্করণ পোস্ট করব।

আপনি আমাদের নীতিমালা ও শর্তাবলীর সাথে একমত হলে এখনই

মোবাইল

(+88) 01603-317931

ইমেইল

শিক্ষাসেবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান

Q

শিক্ষাসেবার অফিসিয়াল ফোন ও ইমেইল যাচাই ছাড়া লেনদেন করবেন না।

ঠিকানা

শিক্ষাসেবার সকল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয় ।

Loading...